ডোরিটোস এবং পেপসি-র উদ্যোগে শুরু হয়েছে শ্রেষ্ঠ বিজ্ঞাপনচিত্র প্রতিযোগিতা। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত বিজ্ঞাপনটি আমেরিকান ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ সুপার বোল-এর সময় প্রচারিত হবে।
একটি বিজ্ঞাপন তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মানুষের ক্রমবর্ধমান চার্চবিমুখতাকে উপজীব্য হিসেবে ব্যবহার করা এই বিজ্ঞাপনচিত্র যথারীতি বিতর্কের জন্ম দিয়েছে। ক্যাথলিকদের ধর্মানুনুভূতিও উত্থিত হয়েছে।
ক্যাথলিকদের একটি সাইটে বলা হয়েছে: The video is borderline (if not completely) blasphemous and Catholic Christians everywhere should write to Pepsi to prevent this ad from getting on to the air. The video should not air because it exploits Christ, mocks His Church and His community in the Church, and it will perpetuate harmful misunderstandings of Christian belief.
ফক্স নিউজও বসে নেই। তবে তাদের রিপোর্ট দেখার আগে অত্যন্ত সৃজনশীল বিজ্ঞাপনচিত্রটি দেখে নেয়া অতি আবশ্যক। বস্তুত, ফক্স নিউজের রিপোর্টটি না দেখলেও কোনও ক্ষতি নেই
তবে বিজ্ঞাপনটি মিস করবেন না কিন্তু!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন