শনিবার, ১৫ জানুয়ারী, ২০১১

কেন এই জীবন? কেন বেঁচে থাকা?


পুরনো এক কৌতুক মনে পড়লো:

জীবন কী - এই প্রশ্নের উত্তর খোঁজার ব্রত নিলো এক তরুণ। এক পর্বতের গুহায় বসে ৪০ বছর তপস্যার পরে সত্যের সন্ধান পেলো সে: "গর্দভ, যৌবন দেয়া হয়েছে জীবনটাকে উপভোগ করার জন্যে, জীবনের অর্থ খোঁজার জন্যে নয়।"

বেঁচে থাকার কারণ ও উদ্দেশ্য নিয়ে ধর্মগুলোর মস্তিষ্কপীড়ার অন্ত নেই। এই জীবনাবসানের পর রয়েছে আরও একটি অনন্ত জীবন এবং আমাদের বর্তমান জীবনটি সেই জীবনযাপনের প্রস্তুতিমাত্র - ভিত্তি-প্রমাণহীন এই চাতুর্যপূর্ণ প্রলোভন ও ভীতিই আসলে ধর্মের মূল অস্ত্র। মরে গেলেই হাড্ডি, এর পরে আর কিছুই নেই - এই সরল সত্যটি অধিকাংশ মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে অনীহ বলেই ধর্মব্যবসা এতো জমজমাট। 

নাস্তিকদের উদ্দেশে এক আস্তিকের ছুঁড়ে দেয়া প্রশ্ন Why Live?-এর অতীব চমৎকার এক জবাব দিয়েছেন QualiaSoup। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন