বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

সুন্দর পুরুষ ও নারীর বুদ্ধি বেশি!


প্রথম আলোয় প্রকাশিত খবরে পড়লাম, সুন্দর পুরুষ ও নারীর বুদ্ধি বেশি! আমি ভাবি, কয় কী! "সুন্দর গাধা" কথাটার কোনও ভিত্তিই নাই তাইলে? আরেকটু হইলে চিন্তায় পড়ে গেসিলাম। তবে অন্য একখান খবর প্রথম আলোর খবররে একেবারে নাকচ করে দিলো। 

হিসাব অনুযায়ী, মিস আম্রিকা নামের সুন্দরী প্রতিযোগিতায় যে জিতলো, তার তো বুদ্ধি ফাইটা বাইর হওনের কথা, তাই না? শুরুতে তার ছবিখান দেখেন। বিজয়ের পরে সে ধন্যবাদ দিতেসে... কইঞ্চেন দেহি কারে? 


পরে বলতেসি বিজয়িনীর বিপুল বুদ্ধিমত্তার কথা। আগে দ্যাখেন, খোমাখাতায় এই ছবির নিচে পাবলিকের কমেন্টে ঈশ্বরবন্দনার নমুনা। কী আর কমু! দুনিয়াভর্তি গাণ্ডু!

Amazing shot, giving glory to her Saviour!... Love this pic! Praise God!!... Man. I love her even more now. Praise Jesus!!... great picture. you can do all things through God! AMEN... That's amazing! Such a blessing to see someone stand for Christ... PRAISING OUR SAVIOUR!!!!!AWESOME!!!!... Praise God! He deserves all the glory for this and she probably wouldn't be here in this picture moment without Him! ...I love how she thanked god. Most girls thank the judges. Yes the judges did a great job but that was sweet that she gave god the glory... It was amazing to see her lift Him up 1st, Praise the Lord she did a great Job to show us all the Jesus is Lord... wow how AWESOME how she is praising the almighty King!!!!... This one is my favorite! God gets the glory! u go girl!... AMAZING! Before she even thought about taking her walk she praised him first! ...This is my favorite picture! I'm so excited to watch her use her crown for the glory of the Lord!
(পুরা দেখতে এইখানে ক্লিক মারেন)

ঈশ্বর পুরুষ। এবং স্পষ্টতই লুল-পুরুষ। তাই সুন্দরী বালিকাদের প্রতি তার বক্ষপাতিত্ত্ব... থুক্কু, পক্ষপাতিত্ত্ব। তার নিজের সৃষ্টি হইলেও কম সুন্দরীরা তার মেহেরবানি পায় না! 

এইবার দেখা যাক, এই সুন্দরী অর্থাৎ বুদ্ধিবতী বালিকা কী লিখসে তার ব্লগে। সামান্য কিছু নিদর্শন:

When I found pageantry, I realized that God had prepared me for this competition by creating me to love diversity, and here was the place I could use the talents He had given me.

... on June 5th, 2010, just hours before the final competition, I was reading 2 Timothy and chose chapter 2, verse 15 as particularly applicable to me. It reads: "Be diligent to present yourself approved to God as a workman who does not need to be ashamed, accurately handling the word of truth." As I thought about that verse and how it applied to me, I wrote the following prayer:

Dear God, please help me to be a diligent servant not only today but from here on out. Give me the strength and wisdom to accurately handle your word of truth and the diligence and perseverance necessary to be a worker who is not ashamed. I wish to be a shining light for you, a glowing example of who you are, and a grain of salt in a tasteless world. Whether or not this is achieved through a position, crown, title, or job, please place me exactly where you need me to be an effective ambassador for you. I am clay in your hands, your humble servant, willing to do whatever you wish for me in your perfect plan. I love you so much and thank you for blessing me so tremendously and bestowing such outstanding opportunity on me. My greatest wish is to exemplify your love through my words and actions in order to bring others to you.
Your Loving Daughter, Teresa

That night I won the title of Miss Nebraska. From that, I know that this is exactly where God wants me to be, and He has a plan for each and every day of my life, not only this year, but every year.

... Why am I competing in the Miss America competition over the next ten days? Because God has placed me in this position to show His love.

কী বুজলেন? মিস আম্রিকা নির্বাচন করসে ঈশ্বরে। তার তো নিজস্ব প্ল্যান আছে, সেই হিসাবেই সব চলসে। বিচারকেরা যে রায় দিসে, সেইটাও তার পরিকল্পনার অংশ। বাকি সব প্রতিযোগিনীর প্রার্থনা সে পাত্তা দেয় নাই, কারণ প্রার্থনার বিষয়বস্তু তার পরিকল্পনার ভিত্রে ছিলো না।

সবশেষে একখান অসাধারণ ভিডিও দেখা যাক ঈশ্বরের প্ল্যান বিষয়ে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন