বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

ধর্মবিধ্বংসী বিবর্তনবাদ


ধর্মগুলোর ধড়িবাজির ধরন ও যাবতীয় জুরিজারি ফাঁস হয়ে গেছে আসলে ডারউইনের বিবর্তনবাদী প্রমাণিত তত্ত্বের কারণে। কিন্তু ধর্মবাজেরা তো "চোখ থাকিতেও অন্ধ" এবং অনুসারীদেরকে অন্ধকারে ধরে রাখার মরিয়া প্রচেষ্টায় তারা বিনাযুদ্ধে নাহি দিবে সূচাগ্র মেদিনী। তারা অবতারণা করেছে ইন্টেলিজেন্ট ডিজাইন ও সৃষ্টিতত্ত্ববাদ নামের সারশূন্য, তথ্য-প্রমাণ-ভিত্তিহীন রূপকথার। আমেরিকার শিক্ষাকার্যক্রমে বিবর্তনবাদের পাশাপাশি তাদের কু-রূপকথা অন্তর্ভুক্ত করার নানান ফন্দি-ফিকির করা হয়েছে এবং হচ্ছে। উদ্যোগটির নাম দেয়া হয়েছে: Teach the controversy। ব্যাপারটা যেন এরকম:


এ প্রসঙ্গে It's Not a Controversy নামের দু'মিনিট পঞ্চাশ সেকেন্ডের অতীব চমৎকার একটি ভিডিও মুগ্ধ হয়ে দেখলাম। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন