শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০১১

আসিতেছে "ফিরে এলো যিশু"


গত বছর ২০ মে তারিখে পালিত হয়েছিল "এসো, নবী আঁকি" দিবস। ইসলামের নবীর অগণ্য ছবি ও কার্টুন আঁকা হয়েছিল এই দিনে। এ বছরেও এই দিনটি পালিত হবে বলে আশা করা যায়। 

মজার ব্যাপার হচ্ছে, ২০ মে - "এসো, নবী আঁকি" দিবস এবং ঠিক পরদিনই অর্থাৎ ২১ মে - "যিশুর পুনরাবির্ভাব দিবস"। অন্তত তেমন দাবিই করছে এক গোত্রের খ্রিষ্টানেরা। এ বিষয়ে একটি ভিডিও বানিয়েছে TheThinkingAtheist। যথারীতি অনবদ্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন