মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০১১

আমাদের আত্মীয়েরা – ১৫


ইংল্যান্ডের কেন্টে বন্য প্রাণীর পার্কে এক গরিলা ঠিক মানুষের মতো করে দু'পায়ে দাঁড়াতে শিখেছে। হাঁটছেও সে অবলীলায়। হাঁটায় কোনও আড়ষ্টতা নেই। সামনের দু'পা হাতের মতো ব্যবহার করে খাবার বহন করতে গিয়ে এই অভ্যেসটি সে রপ্ত করেছে।



আরও একটি ভিডিও।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন