দিন-দুনিয়ার রীতিনীতি কিছু বুঝি না। একই দাবির কারণে একজনরে মানুষ মাথায় নিয়া নাচে, অন্যজনরে ফাঁসিতে চড়ায়।
ইতিহাসে স্বঘোষিত নবী-ঈশ্বরের সংখ্যা আছিলো, মাশাল্লা, অগুণতি। স্বঘোষিত হওয়া ছাড়া গত্যন্তরও আছিলো না যে! সর্বক্ষমতাবান বইলা আল্লাহ নিজেরে দাবি করে, তয় হালায় তো পুরাই বোবা! মুখ ফুইটা জানানও দিতারে না, যে এই ব্যাটায় আমার এজেন্ট বা এইডাই আমি। পাবলিকে তাইলে ক্যামনে বুঝবো কুনডা অরিজিনিয়াল, আর কুনডা ভেজাল?
একটা খবর চোখে পড়লো আজ। ইরানে এক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে বলে ফাঁসি দেয়া হয়েছে তাকে।
আমার ধারণা, যারা এই ধরনের দাবি করে, তাদের প্রত্যেকে হয় ধড়িবাজ, নয়তো মস্তিষ্কবিকারগ্রস্ত। দ্বিতীয় গ্রুপের লোকদের নিয়ে বিবিসি-র তৈরি একটি চমৎকার ডকুমেন্টারি দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন