আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১১

প্যারিস হিলটনের ইসলাম ত্যাগ


সিলেব্রিটিদের মুসলিম বানাতে পারলে ইসলাম বর্তে যায় এবং আজান দিয়ে জানান দেয়ার মতো করে প্রচার চালায় সেই খবরের। নব্য মুসলিম সিলেব্রিটি, তার নাম লোকে জানে, সেটাই বড়ো কথা। তার চরিত্র নিয়ে কথা ওঠে না। আর তাই ধর্ষক মাইক টাইসন, শিশুকামী মাইকেল জ্যাকসন (ভক্তরা চেইতেন না, আমি তার সঙ্গীতপ্রতিভা নিয়া মন্তব্য করি নাই) মুসলমান হলে ইসলাম জাহানের শুষ্কপ্রধান রুক্ষ অঞ্চলগুলোতেও বন্যা বয়ে যায়। খুশির। 

ক'দিন আগে শোনা গেল, প্যারিস হিলটন ইসলাম গ্রহণ করেছেন। আরও জানা গেল, হলিউডে ইসলাম প্রচারের জন্য ইসলামী স্কুল খুলবেন। এমনকি তিনি নিজের নাম পাল্টে "তাহিরাহ্" রেখেছেন। হলেনই বা তিনি নিত্যস্ক্যান্ডালজন্মদাত্রী, ড্রাগসেবী এবং নেটে একান্ত ব্যক্তিগত হোম ভিডিও প্রচার করে খ্যাতি অর্জন করা সেলিব্রিটি। শুনে কতো মুসলিম আলহামদুলিল্লাহ বললো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, যথাযথ পদক্ষেপ নেয়ার জন্যে প্যারিসকে ধন্যবাদ জানালো! এসব নেটেই দেখেছি।  

মজার ব্যাপার হলো, তারা খবরটি যাচাই করে দেখার প্রয়োজনীয়তাই বোধ করেনি (অবশ্য যাচাই করার, পরীক্ষা করার প্রবণতা ও সদিচ্ছা থাকলে তারা কি আর মুসলিম থাকতো?)। খবরটি প্রকাশ করেছিল The Daily Squib। Squib অর্থ A brief satirical or witty writing or speech। তবে তার চেয়েও বড়ো কথা, সাইটের একেবারে নিচে ডিসক্লেইমার দেয়া আছে: The Daily Squib is a curious satirical publication and should therefore be taken fu**ing seriously ;)।

এই খবর প্রকাশের ঠিক ছয়দিন পরে আরেকটি খবর বাজারে ছাড়লো তারা: প্যারিস হিলটন বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন। 

আমি চিন্তায় পড়ে গেছি: ইসলামত্যাগ করার অপরাধে এখন প্যারিস হিলটনকে হত্যা করা হবে কি না 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন