শনিবার, ৫ মার্চ, ২০১১

শান্তা পরিবার: আমার প্রিয় একটি নাটক


হাঁ, ভাই! ধর্মকারীতে এই প্রথম এমবেড করা হচ্ছে বাংলা নাটক!

অবাক হচ্ছেন নিশ্চয়ই! হবারই কথা। তবে একটা নাটক এমবেড যেহেতু করছি, তাতে ধর্মপোন্দন আছে অবশ্যই। ধর্মবিশ্বাস মানুষকে কীভাবে সংকীর্ণমনা করে তোলে, তা নিয়ে একটি বিশেষ অংশ বড়োই উপভোগ্য। 

নাটকের নাম - শান্তা পরিবার। জাফর ইকবালের লেখা। নাটকটি প্রথম দেখি ২০০৭ সালে। বড়োই মায়ামাখা কাহিনী। কয়েকটি জায়গা কিছুটা নাটকীয় মনে হলেও পুরো নাটকে কয়েক পিচ্চির অভিনয় তো একেবারেই অভিনয় মনে হয়নি। আমি তাতে ভীষণ-ভীষণ মুগ্ধ। বিশেষ করে সবচেয়ে পিচ্চি যে-পিচ্চি, তার বিশেষ ভূমিকা এই নাটকে না থাকলেও তার অভিনয়কেই আমি সেরা বলবো। 
এই নামে একটি উপন্যাসও আছে। তবে কখনও হাতে পাইনি বলে পড়া হয়নি

ডাউনলোড লিংক (২৫০ মেগাবাইট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন