মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১১

উপাসনালয়ে নিরীশ্বরবাদী বক্তৃতা


ইহুদি ধর্মে প্রচলিত রীতি অনুযায়ী, বালক ও বালিকার বয়স যথাক্রমে ১৩ ও ১২ পূর্ণ হলে এর পর থেকে তাদের কৃতকর্মের দায়ভার দায়িত্ব তাদের ওপরেই বর্তায়। এই ভারপ্রাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানও করা হয়ে থাকে তাদের উপাসনালয় সিনাগগে। সেটির নাম: Bar/Bat Mitzvah। 

তেমনই এক অনুষ্ঠানে এক বালকের বক্তব্য শুনে খুব অবাকই হলাম। উপাসনালয়ে দাঁড়িয়ে নিরীশ্বরবাদী কথা কী হাসিমুখে বলে গেল সে! তার রসবোধটিও বেশ। তার কথা শুনে উপস্থিত ব্যক্তিরা হেসেছে প্রাণ খুলেই। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন