মুসলমানদের সঙ্গে নিয়ে সমাজে বহুসংস্কৃতির (multiculturalism) চর্চা সম্ভব বলে পশ্চিমের কল্পনাবাদীরা এখনও দুরাশায় ভুগছে। অথচ ইসলামবাজেরা স্পষ্টই জানাচ্ছে, তারা বহুসংস্কৃতিবাদে বিশ্বাস করে না। তারা মনেপ্রাণে ঘৃণা করে গণতন্ত্রকে। শরিয়া ছাড়া আর কোনও আইনের স্থান পৃথিবীতে নেই বলে তাদের দৃঢ় বিশ্বাস।
অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলে প্রচারিত চোদ্দ মিনিটের একটি অনুষ্ঠান দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন