বিকিনিবহুল সমুদ্রতীর বা অন্যান্য রৌদ্রস্নানস্থলে বোরখাপরিহিতার অবস্থান বড়োই বেমানান, অশোভন, দৃষ্টিকটু এবং অশালীনও বটে। সেখানে তোলা কিছু ছবি ও প্রাসঙ্গিক কার্টুন সংকলন "বুরকা অ্যান্ড দ্য বিচ" ("বিচ" বানান কিন্তু beach। খিয়াল কৈরা!)।
আজকের ছবি চারটে পাঠিয়েছেন এবং বর্ণনা লিখে দিয়েছে অমিত আহমেদ।
সাগরের মাঝে ওই বিকট বস্তুটি কী হতে পারে তাই তো ভাবছেন, নাকি? আর কিছু নয়! প্রকৃতির টানে সমুদ্রস্নানে নেমে পড়েছেন বুরকাবৃত তরুনী (বৃদ্ধাও হতে পারেন অবশ্য)! ইয়েমেনের আডেন এএফপির আলোকচিত্রী কারিম সাহিব এর তোলা ছবি।
একই সিরিজের আরেকটি ছবি
এবং আরেকটি।
এবার এটাই শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন