মৃত্যুপরবর্তী জীবনে বিশ্বাস করে আস্তিকেরা। বস্তুত সেই জীবনের প্রলোভন ও ভীতিই ধর্মগুলোর প্রধানতম অস্ত্র। কিন্তু সরলতম যে সত্যটি মেনে নিতে বিশ্বাসীদের বড়োই অনীহা, সেটি হচ্ছে: When you're dead, you're fucking dead!
(মৃত্যুর পরে জীবন আছে কি?)
তো গত ১৫ ফেব্রুয়ারি মৃত্যুপরবর্তী তথাকথিত জীবন বিষয়ে কথার লড়াইয়ে নেমেছিল নাস্তিক-আস্তিকেরা। লস এঞ্জেলেসে অনুষ্ঠিত এই বিতর্কে নাস্তিকদের প্রতিনিধিত্ব করেন ক্রিস্টোফার হিচেন্স ও স্যাম হ্যারিস। প্রতিপক্ষ ছিলেন দুই র্যাবাই (বিতর্কের আয়োজক ছিলো jewish tv network, তাই ইহুদি মোল্লারাই প্রতিনিধিত্ব করেছে আস্তিকদের)।
দেড় ঘণ্টার এই বিতর্ক দেখতে এই সাইটে যেতে হবে। ভিডিও এমবেড করার অপশন রাখেনি তারা।
অথবা ১৮৮ মেগাবাইটের ভিডিও ডাউনলোড করে নিয়েও দেখা যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন