মঙ্গলবার, ৮ মার্চ, ২০১১

সুশীলতাহীন ধর্মধোলাই – ০২

অস্ট্রেলীয় কমেডিয়ান Jim Jefferies-এর দুটো ভিডিও পোস্ট করেছিলাম সুশীলতাহীন ধর্মধোলাই নাম দিয়ে। ভিডিওদুটো স্রেফ awe-সাধারণ! নিঃসন্দেহে বলতে পারি, কেউ না দেখে থাকলে তার জন্যে বিরাট মিস। আমি নিজে কতোবার যে দেখেছি!

আজকের ভিডিওটিও অপূর্ব। এই লোকের মুখে কিছুই আটকায় না! ভান-ভনিতাহীন তাঁর বক্তব্য এবং অতিশয় সরস। এই যেমন মুসলমান প্রসঙ্গে তিনি বললেন: I don't think I could be a Muslim, because they can't eat bacon and or drink beer. And they are like the two greatest fucking things in the world. You take bacon and beer away from me, and I'll fly a plane into a fucking building.

এখন চার মিনিটের সেই ভিডিও দেখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন