মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

যখন ধর্ম এলো


এই নামে আগে দেয়া পোস্টটির ভিডিও অনেকেই দেখতে পাননি কপিরাইটের দোহাই দিয়ে ইউটিউব থেকে তা সরিয়ে ফেলা হয়েছিল বলে। কপিরাইট আসলে অজুহাত মাত্র। কারণ ফ্যামিলি গাই নামের কার্টুন সিরিজের অজস্র ভিডিও আছে ইউটিউবে, সেগুলোকে স্পর্শ না করে শুধু ঊনিশ সেকেন্ডের এই ভিডিও মুছে ফেলার কারণ ছিলো একটাই: স্পষ্ট ধর্মবিরোধী বক্তব্য আছে ভিডিওতে। গতকাল দেখলাম, আরেক ইউটিউবার তা আপলোড করেছে। সঙ্গে সঙ্গে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি। ইউটিউব থেকে সরিয়ে দেয়া হলে নিজে কোথাও আপলোড করে এমবেড করবো। পারলে ঠ্যাকাক! 


হাজার হাজার বছর মানুষ যাপন করেছে ধর্মহীন জীবন। এক সময় মানবমস্তিষ্কে জন্ম হলো ধর্মের। কী হলো তারপরে? দেখুন জনপ্রিয় কার্টুন সিরিজ ফ্যামিলি গাই (সিজন ৯, এপিসোড ১১) থেকে নেয়া উনিশ সেকেন্ডের ভিডিওতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন