(জাপানে ঘটে যাওয়া ভয়ঙ্করী সুনামির পরে কোনও ুদির্ভাই নিশ্চয়ই ঘোষণা দেবে, নাস্তিকদের দেশে আল্লাহর গজব পড়েছে। এই জাতীয় বাণী কেবল ধর্মবাজদের মুখগহ্বর থেকেই নিঃসৃত হতে পারে: ইরানে ভূমিকম্প হয় মেয়েরা পুরো শরীর আবৃত না করে পোশাক পরলে, নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়, আমেরিকায় টর্নেডো হয় সমকামী নারী-পুরুষদের কারণে...
সুনামির কথায় ধর্মকারীতে বৎসরাধিককাল আগে প্রকাশিত একটি অপূর্ব বক্তৃতা সম্বলিত ভিডিওর কথা মনে পড়লো। সেটি রিপোস্ট করছি ভূমিকাসহ।)
২ লক্ষ ৩০ হাজার মানুষের প্রাণ হরণকারী সেই ভয়াবহ সুনামির পাঁচ বছর পূর্ণ হলো গত ২৬শে ডিসেম্বর। সেই প্রাকৃতিক মহাদুর্যোগের ফলে ভারত মহাসাগরের উপকূলবর্তী প্রায় সব দেশই অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয় ।
এই ঘটনায় ব্রিটিশ ধর্মযাজক টম হানি-র চিন্তাজগৎও আলোড়িত হয় ব্যাপকভাবে। না, ধর্মবিশ্বাস তিনি থেকে সরে আসেননি। তবে ঈশ্বর বিষয়ে যে-প্রশ্নগুলো জেগেছে তাঁর মাথায়, যে-প্রশ্নগুলো অধিকাংশ বিশ্বাসীরা মাথায় আনতে চায় না বা প্রকাশ করে না, সেগুলো অত্যন্ত আকষর্ণীয়ভাবে তুলে ধরেছেন এই বক্তৃতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন