বুধবার, ২ মার্চ, ২০১১

ইসলামী ইতরামি: দুই ডজন


১.
ইহুদীসহ যাবতীয় অমুসলিমদের কতল করার কোরানীয় আহ্বানে সাড়া দেয়াটাই সাচ্চা মুসলিমের কাজ। আর তাই ইসরায়েলি স্কুলবালিকাদের হত্যাকারী এক জর্দানীয় সৈন্যকে "বীর" আখ্যা দিয়েছে জর্ডানের বিচারমন্ত্রী।

২. 
চোরের হাত কেটে দেয়ার বিধান আছে কোরানে। তো সেই হাত কীভাবে কাটা হবে, তার বিশদ সচিত্র বর্ণনা দেয়া আছে পাঠ্যপুস্তকে, যা ব্যবহৃত হচ্ছে ব্রিটেনের মুসলিম স্কুলগুলোতে


এবং মুসলিম শিশুরা শিখছে ইসলামী কায়দায় হস্তকর্তনপদ্ধতি।

৩.
ইন্দোনেশিয়ার উলেমা পরিষদ ঘোষণা করেছে, ভ্যালেন্টাইন দিবস হারাম

৪. 
মালয়েশিয়া তো আরও এক কাঠি সরেস। ভ্যালেন্টাইন দিবস পালনের জন্য একশো মুসলিম জুটিকে গ্রেপ্তার করা হয়েছে। 
(লিংক পাঠিয়েছেন N.c. Neel)

৫. 
লন্ডননিবাসী ৩০ বছর বয়েসী মুনির আল-হাকিম নামক এক মহানুভব ইসলামপ্রেমী ভদ্রলোককে ৬-মাসের হাজতবাস, এক বছরের রেস্ট্রেইনিং অর্ডার এবং ২২৫ ঘন্টা সার্বজনিক সেবার শাস্তি দেওয়া হল গত বুধবার, কারণ তিনি তার কাজিন (খালাতো/ফুফাতো সেটা লেখেনি) বোন এবং তার বাবাকে খুন করার হুমকি দিয়েছেন। এহেন আচরণের কারণ? বোনটি শরিয়া-আইন মোতাবেক হিজাব পরতে অস্বীকার করেছিল। 
(স-লিংক লিখে পাঠিয়েছেন Suirauqa)

৬. 
বাংলাদেশের খবর। ইসলামী ফতোয়াবাজদের কল্যাণে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৫০৩ জন নারীকে জনসমক্ষে বেত্রাঘাত করা হয়েছে। দেশ এগোচ্ছে। বলেন, সুবহানাল্লাহ!

৭. 
সরকারকে সমস্ত নাইট ক্লাব বন্ধ করার ও পতিতাবৃত্তির সঙ্গে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে জর্ডানের ইসলামী ধর্মবাজেরা। মানুষের আনন্দ সহ্য করতে পারে না ইসলাম। মনে হয়, রাত জেগে আল্লাহর গুণগান গাওয়াই সবচেয়ে কাঙ্ক্ষিত বিনোদন হিসেবে গণ্য হওয়া উচিত। আবার দেখুন, বাল্যবিবাহ, বাধ্যবিবাহ, বহুবিবাহ, মুতাহ বিবাহ (স্বল্পকালীন বিবাহ, বস্তুত পক্ষে পতিতা প্রথারই নামান্তর)  - ইত্যাকার ইসলামীয় কুৎসিত প্রথা রোধে যারা নির্বাক, তারা পতিতাবৃত্তি নিয়ে পড়েছে!

৮. 
সাচ্চা মুসলমানের অবশ্য কর্তব্য - শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আহমেদীয়া মুসলিম সম্প্রদায়কে উৎখাত করতে হবে। ঘটনা ইন্দোনেশিয়ায়। একটা লক্ষণীয় ব্যাপার: ইসলামীদের কথায় প্রায়শই রক্ত-প্রসঙ্গ উঠে আসে। এই দেখুন না, আরেকজন সাচ্চা মুসলিম কী বলেছে আহমেদীয়াদের সম্পর্কে: it is halal [allowed] for us to spill the blood of Ahmadis।

৯.
এক শিক্ষককে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে চার মুসলিম বীর। শিক্ষকের "অপরাধ", তিনি ক্লাসে মুসলিম মেয়েদেরকে অন্যান্য ধর্ম বিষয়ে জ্ঞান দিয়েছিলেন।

১০.
Hadith Qudsi 19:5: "The Prophet said that Allah commanded him to destroy all the musical instruments, idols, crosses and all the trappings of ignorance." কী বুঝলেন? ইসলামে বাদ্যযন্ত্র নিষিদ্ধ। আর সে কারণেই ইসলাম গ্রহণকারী বেইজ গিটারিস্ট মহাউৎসাহে প্রচার চালিয়ে যাচ্ছেন (নব যৌনকেশোদগমের উৎসাহে বালকের আচরণের মতো) এই মর্মে যে, আল্লাহ চায় না মুসলমানেরা গিটারবাদন শুনুক

১১.
আফগানিস্তানে বালিকারা ফুটবল খেলছে মৃত্যুহুমকি কাঁধে নিয়ে।


১২.
ইসলামী জোশে বলীয়ান পাকিস্তানের তরুণেরা একনায়কতন্ত্র চায় না (এটা বোধগম্য), চায় না গণতন্ত্রও। তারা চায় ইসলামী শাসনব্যবস্থা। "এগিয়ে" চলুক পাকিস্তান।

১৩.
একজনকে অমুসলিমকে কেউ মুসলিম বানাতে পারলে তার জন্যে বেহেশতে প্লট বরাদ্দ হয়ে যায় তৎক্ষণাৎ। আর তাই অপহৃতা কন্যাকে ফিরে পেতে চাইলে তার খ্রিষ্টান মাকে ইসলাম গ্রহণ করার দাবি পেশ করা হয়েছে। অবাক হবার কিছু নেই। নবীজি নিজেই ছলে-বলে-কৌশলে ভিন্নধর্মীকে মুসলিম বানানোর নিদর্শন তৈরি করে দিয়ে গেছেন।

১৪.
ইসলাম বরাবরই শিক্ষাবিমুখ ("শিক্ষার জন্য সুদূর চীনদেশ পর্যন্ত যাও" জাতীয় কথা নবীজি কখনওই বলেননি। কোরান-হাদিসের কোথাও এই উদ্ধৃতি নেই। নিরক্ষর যুদ্ধবাজ ও নারীবাজের কাছে শিক্ষার মূল্য না থাকাটাই স্বাভাবিক।)। তালিবানও আছে নবীর পথেই। এবারে তারা ধ্বংস করেছে পাঁচটি সরকারী স্কুল। কারণে সেগুলোয় প্রচলিত ছিলো "অনৈসলামিক" শিক্ষাকার্যক্রম।

১৫.
নয় বছর আগে ভারতে হিন্দু তীর্থযাত্রীবাহী ট্রেনে কারা আগুন ধরিয়ে দিয়ে হত্যা করেছিল ষাটজনকে, অনুমান করুন দেখি? ঠিক ধরেছেন। এ ব্যাপারে দোষী সাব্যস্ত করা হয়েছে একত্রিশজন মুসলিম বীরকে। তবু কি শান্তি আছে! শান্তিবাজদের সম্ভাব্য শান্তিপূর্ণ হামলার আতঙ্কে গুজরাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয়েছে।

১৬.
ইন্টারনেটে চ্যাট করে অভ্যস্ত মোমিন মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কি জানেন যে, ইসলামে চ্যাট করা হারাম? এদিকে আরেক ইসলামী ধর্মবাজ বলেছেন, এনগেজড পুরুষ ও নারী পরিবারের সম্মতিক্রমে টেলিফোনে কথা বলতে পারবে, তবে প্রেম-ভালোবাসা নিয়ে কথা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মনে হয়, সেই সময়ে আল্লাহ-রসুল বিষয়ে কথাবার্তা বিনিময়ই হবে সবচেয়ে ইসলামসম্মত কাজ।

১৭.
কোরানে স্পষ্ট করেই বলা আছে: "strike terror in the hearts of the enemies of Allah" (Qur'an 8:60).
তাই বাইবেল পাঠরত দুই খ্রিষ্টান বালিকাকে গুলি করে হত্যা করে কোরানের আদেশই পালন করেছে ইসলামের যোদ্ধারা।

১৮.
বারো বছর বয়সী বালক আল-কায়েদার শিক্ষায় দীক্ষা নিয়ে আত্মঘাতী হামলা চালিয়ে হত্যা করেছে একত্রিশ জনকে। এই বয়সের ছেলে বাহাত্তরটি হুর নিয়ে কী করবে, চিন্তায় কুলোচ্ছে না।
(লিংক পাঠিয়েছেন রিফাত)

১৯.
সন্ত্রাসের অভিযোগ নাকচ করে দিয়ে অভিযুক্ত মুসলিম সন্ত্রাসী ঘোষণা দিলো: I was only defending Islam। পারলে ঠ্যাকান! সন্ত্রাসের মন্ত্র তো ছড়িয়ে-ছিঁটিয়ে আছে পুরো কোরান জুড়েই।

২০.
বাধ্যতামূলকভাবে নামাজ পড়তে অনীহ এক বালককে গুলি করে হত্যা করেছে ইসলামী জঙ্গি।

২১.
ধর্মবিশ্বাসের কাছে মা-বাবা অথবা নিকটাত্মীয়দের প্রাণও তুচ্ছাতিতুচ্ছ ব্যাপার। আর তাই তো পঁচিশ বছর বয়সী পুত্র অবলীলায় হত্যা করে ফেললো তার মাকে। মা'র কোনও পরকীয়া সম্পর্ক ছিলো সন্দেহ করে পুত্র ইসলামে বহুল প্রচলিত অনার কিলিং-এর সিদ্ধান্ত নেয়।

২২. 
স্বামীর যৌন-আকাঙ্খায় সাড়া না দিলে স্ত্রীকে খাদ্য-বঞ্চিত করার রাষ্ট্রীয় বিধান আফগানিস্তানে। 

২৩. 
সিরিয়াল কিলার, ধর্ষক বা ভয়াবহ অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত যে কেউ মুক্তি পাবার যোগ্যতা অর্জন করবে, যদি সে কোরান মুখস্থ করতে পারে। কুয়েতে সরকারীভাবে এই বিধানের প্রচলন করা হয়েছে। 

২৪. 
"ইসলামই সমস্যা, মুসলমানেরা নয়" - এই কথা বলে মুসলিমদের কাছ থেকে মৃত্যুহুমকি পাচ্ছেন অস্ট্রেলীয় সংসদ সদস্য। হুমকি পাবার পরে তিনি তাঁর বক্তব্য পাল্টে "শুধু ইসলামই সমস্যা নয়, সমস্যা মুসলমানেরাও" করেছেন কি না, তা অবশ্য জানা যায়নি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন