আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

অবুঝ মনের সবুজ প্রশ্ন


লিখেছেন সব্যসাচী

১) আচ্ছা, কুরআন যদি স্বীকার করেই থাকে, আদম (আঃ) প্রথম নবী এবং এর পরের সব নবীই ইসলামের বার্তা বহন করে, তাহলে দুনিয়ায় কাফের পয়দা হলো কী করে? তার মানে কি দাঁড়ায় না যে, দুনিয়ার সব মানুষই মুসলমান। তাহলে কুরআনে কেন আয়াত নাজিল হবে অমুসলিমদের প্রতি জেহাদের জন্য? 

২) ইতিহাস মতে,আল্লাহ যদি কুরাইশদের প্যাগান গড হয় এবং যুক্তির খাতিরে ধরে নিলাম আল্লাহ নামটা এক ধরনের মাধ্যম ‘পরকাল আর ইহকালের মাঝে’, তাহলে কেন আরবী এক গোত্রের পৌত্তলিক ঈশ্বরকে আমাদের সকল দুনিয়ার মানুষের জন্য ঈশ্বর নিবার্চন করা হবে? কেনো চাইনিজ বা হিন্দি নাম নয়? অথবা জিনিয়াস আল্লাহ কি নতুন কোনো নাম নিতে পারেন নি? 

৩) শোনা যায়, কাবা শরীফ পৃথিবীর কেন্দ্র। ঐখানে কম্পাস কাজ করে না কাবার সেই কষ্টিপাথরের কাছে গেলে। একটা ভিডিওর নমুনা দিলাম: 


ইউটিউব ভর্তি এই সব ভিডিও দিয়ে। আচ্ছা, কেউ কি আসলেই পরীক্ষা করে দেখেছেন এই বিষয়টা? ইউটিউবে অনেক তত্ত্ব আছে এ বিষয়ে, কিন্তু তথ্য তো পেলাম না। একটা ভিডিও তো পেলাম না, যেখানে এটা কেউ হাতে-কলমে পরীক্ষা করেছেন এবং লেকচার না ঝেড়ে প্রামাণ্য ভিডিও আপলোড করেছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন