বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১১

কু-রূপকথার কারবারিদের প্রতিহত করুন


ধর্ম নামের উৎকট কু-রূপকথার কারবারিদের সমাজের সর্বত্র নাক গলানোর ক্ষতিকর প্রবণতা প্রতিহত করা অতি আবশ্যক। তারা তাদের উপাসনালয়গুলোয় যা খুশি করুকগে। সে নিয়ে কোনও মাথাব্যথা আমাদের নেই। তবে গোটা বিশ্বকে তাদের পছন্দমাফিক চলতে হবে কোন যুক্তিতে?  

আমেরিকার খ্যাতনামা অ্যাস্ট্রোফিজিসিস্ট Neil deGrasse Tyson অসীম বলিষ্ঠতার সঙ্গে, অকাট্য যুক্তি দিয়ে এই কথাগুলোই বললেন। এইরকম দৃঢ়চেতা, স্পষ্টবাদী ও যুক্তিবান লোকেরই দরকার এই যুগে। 

অসাধারণ ভিডিও বলেই অবশ্যদ্রষ্টব্য। মাত্র সাড়ে তিন মিনিটের। 


লিংক সরবরাহকারী: দ্রোহী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন