মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

বিল কসবি শো: ইসলামী স্টাইল


এক কৃষ্ণাঙ্গের উপস্থাপনায় "বিল কসবি শো" নামের নামের একটি টিভি প্রোগ্রাম আমেরিকার সমাজে বর্ণবাদ কমিয়ে আনতে অনেকখানি সাহায্য করেছিল বলে বলা হয়ে থাকে (বিল কসবিকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়েছিল এর আগে)। তো এখন মুসলিমদের ঋণাত্মক ভাবমূর্তি পরিবর্তন করতে এমন কোনও অনুষ্ঠান চালু করা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন বিতর্কিত গ্রাউন্ড জিরো মসজিদের প্রাক্তন ইমাম। তা নিয়ে করা রঙ্গ-ভিডিও দেখুন। 

প্রথমে ঘটনার পটভূমি:


ওপরের ভিডিওতে প্যারোডি শো'র অংশবিশেষ দেখানো হয়েছে। তবে পুরোটা দেখে নেয়াটাই উচিত হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন