ধর্ষিতা হবার 'অপরাধে' মেয়েকেই শাস্তি দেয়ার বিধান ইসলাম ছাড়া আর কোনও ধর্মে আছে কি না, জানি না। আর থাকলেও চর্চিত হয় বলে মনে হয় না। তবে ইসলাম তো পরিবর্তনে বিশ্বাসী নয়। চোদ্দশো বছর আগে পাওয়া অমানবিক, মধ্যযুগীয়, বর্বর নীতিরীতির অন্ধ অনুসরণ অনগ্রসর মুসলিম জাহানকে অন্ধকারাচ্ছনই করে রাখে।
আরব আমিরাতের এক পাঁচতারা হোটেলে কর্মরতা এক অস্ট্রেলীয় মহিলাকে রাসায়নিক দ্রব্য মিশ্রিত অ্যালকোহল খাইয়ে ধর্ষণ করে তাঁর সহকর্মীরা।
বিচারের জন্য আদালতের আশ্রয় নিলে আদালত তাঁকে আট মাসের জেল দেয়। বিবাহবহির্ভূত যৌনসম্পর্ক স্থাপনের দায়ে।
ইসলামী বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে আসে আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন