কিছু তার্কিক আছে, যারা তাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্তে অটল ও অবিচল থাকার ধনুর্ভঙ্গ পণ করে বিতর্কে নামে। সমস্ত যুক্তি-তথ্য-প্রমাণের চেয়ে নিজের লালিত বিশ্বাসই তাদের কাছে শ্রেয়। যুক্তি-তথ্য-প্রমাণের জবাবে তাদের কাছে যা পাওয়া যায়, তা হচ্ছে ব্যক্তিগত বিশ্বাসভিত্তিক আবেগমিশ্রিত কথামালা।
যুক্তি-তথ্য-প্রমাণের কাছে (বিপক্ষীয় তার্কিকের কাছে নয়) পরাজয় মেনে নেবার মধ্যে যে-গৌরব আছে, তার স্বাদ নিতে তাদের অনীহা ও অপারঙ্গমতা আমার করুণা জাগায়। ঘোর নাস্তিক এই আমাকে যদি ঈশ্বরের অস্তিত্বের চাক্ষুষ ও অকাট্য প্রমাণ এনে দেয়া হয়, আমি তৎক্ষণাৎ ধর্মকারী বন্ধ করে দিয়ে আস্তিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবো আমার অতীত আচরণের কারণে (তার আগে নয় )।
ইউটিউবার বায়োনিক ড্যান্স অতি চমৎকার ও অভিনব একটি কুইজ-ভিডিও বানিয়েছেন এই প্রসঙ্গে। এই ভিডিওতে করা কয়েকটি প্রশ্নের উত্তর বেছে নিয়ে আপনিও অংশ নিতে পারবেন কুইজে এবং পৌঁছে যাবেন অনুসিদ্ধান্তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন