বুধবার, ৩০ মার্চ, ২০১১

কোরানের সাধারণত্ব


মুসলমানদের দাবি, কোরানের ভাষামাধুর্য, কাব্যময়তা একেবারেই অতুলনীয় এবং তেমন আরেকটি গ্রন্থ রচনা করা আদৌ সম্ভব নয়। এছাড়া কোরান অসংখ্য বৈজ্ঞানিক তথ্যে ভরপুর! শুনলেই ইসলামী মনটা ভরে ওঠে গর্বে।

কিন্তু সত্য কথাটা হচ্ছে এই: কোরান আসলে একদল তৃতীয় শ্রেণীর পুরুষের রচিত অতি নিম্নমানের গ্রন্থ। বক্তব্যের দিক থেকে তো অবশ্যই। অজস্র পরস্পরবিরোধী আয়াত, হিংসা, উগ্রতা ও ঘৃণার অসহিষ্ণু বাণী - এসবের কারণে অবশ্য কোরানকে অ-সাধারণ বলতে আমার আপত্তি নেই। এতো অসুস্থ বক্তব্যের বইকে সাধারণ বলি কী করে? 

প্রচুর পড়াশোনা ও গবেষণা করে একটি ভিডিও বানিয়েছেন এক প্রাক্তন মুসলিম, মাতৃভাষা যাঁর আরবি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন