৫২.
– ধর্মবিশ্বাস ও পোলিওর মধ্যে পার্থক্য কী?
– পোলিওর চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত হয়েছে।
৫৩.
এক আরব পথের পাশে সস্ত্রীক দাঁড়িয়ে ট্যাক্সি ধরছে। এক ট্যাক্সি থামতেই সে দরজা খুলে জিজ্ঞেস করলো:
– এখান থেকে সেন্টার পর্যন্ত যেতে কতো টাকা লাগবে? – কুড়ি রিয়াল, – জানালো ট্যাক্সি ড্রাইভার।
– আর যদি স্ত্রীকে সঙ্গে নিই, তাহলে?
– ভাড়া ওই একই।
স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে আরব বললো:
– বলেছিলাম না, তোমার কোনও মূল্য নেই!
৫৪.
– ক্রিসমাস ট্রি আর ক্যাথলিক ধর্মযাজকদের মধ্যে মিল কোথায়?
– উভয়েরই "বল" থাকে স্রেফ ডেকোরেশন হিসেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন