সোমবার, ২৫ এপ্রিল, ২০১১

লাস্ট সাপারের অসঙ্গতি


স-ভূমিকা লিংক পাঠিয়েছেন ধর্মের ষাঁড় 

ধর্মীয় উন্মাদনাকে তুলোধনা করে তো কত কিছুই বলা যায়। কিন্তু ধর্মীয় উৎসব পালনের আড়ম্বরের মধ্যেও যে কত অসঙ্গতি, তাও যদি সবাই জানতো! 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাইট উপাধিপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী কলিন হামফ্রিজ তাঁর সদ্যপ্রকাশিত "দ্য মিস্ট্রি অফ দ্য লাস্ট সাপার" বইটিতে জ্যোতির্বিদ্যার সাহায্যে প্রমাণ করেছেন যে খ্রীষ্টানরা প্রতি বছর যে দিনটিতে যীশুর 'শেষ সায়মাশ' (Last Supper) উদযাপন করেন, প্রকৃত ঘটনাটি ঘটেছিল তার একদিন আগেই। একই সাথে বাইবেলে বর্ণিত একাধিক গসপেলের আপাত অসঙ্গতিও ধরিয়ে দিয়েছেন তিনি। 


কিন্তু ধর্মপ্রাণ খ্রীষ্টানরা কি আর এতদিনের প্রচলিত সংস্কারকে ভুল বলে মেনে নিতে পারবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন