কুফরী দেশগুলোর অভিবাসী যেসব মোমিন মুসলমান, তাঁরা কি জানেন যে, কোরানের বেশ কয়েকটি আয়াতের দৃষ্টিতে এই অভিবাসন অনৈসলামিক?
জানি, আয়াতগুলো জানার পরেও তাঁরা ঠিক ফাঁক-ফোকড় খুঁজে নেবেন সেসবে অথবা আবিষ্কার করবেন কাউন্টার আয়াত। কারণ পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতিকে মুখে যতো গালিগালাজই তাঁরা করুন না কেন, এই দেশগুলো ছেড়ে তাঁরা "সোনার মদিনা" বা মুসলিম দেশগুলোতে যাবেন না কিছুতেই! কামড়ে পড়ে থাকবেন কুফরী মাটি। এ এক অদ্ভুত চারিত্রিক বৈপরীত্য। কাফেরদের দেশগুলোর সার্বিক সুখ-সুবিধার সম্পূর্ণ সদ্ব্যবহার করে সেই দেশগুলোরই বিরুদ্ধাচরণ করেন এঁরা হরহামেশাই।
সাড়ে চার মিনিটের ভিডিওতে বিস্তারিত।
সাড়ে চার মিনিটের ভিডিওতে বিস্তারিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন