১.
ন'টি দেশের আদমশুমারির তথ্য যাচাই করে গবেষকেরা সিদ্ধান্তে এসেছেন যে, ওই দেশগুলোয় ধর্মে অবিশ্বাসীদের সংখ্যা ক্রমবর্ধমান। দেশগুলো হচ্ছে: অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড। এইসব দেশে ধর্মগুলো বিলুপ্তির পথ ধরে এগোচ্ছে বলে গবেষকেরা মন্তব্য করেছেন।
(লিংক সরবরাহকারী: কৌস্তুভ)
২.
এ বছর ব্রিটেনে আদমশুমারির পাশাপাশি করা এক জরিপ থেকে লব্ধ তথ্যও অতীব চমকপ্রদ: দুই-তৃতীয়াংশ ব্রিটিশ নির্ধার্মিক! মজার ব্যাপার হচ্ছে এই যে, জরিপে শতকরা একষট্টি জন নিজেদেরকে কোনও না কোনও ধর্মভুক্ত বলেছে, তবে পরবর্তী প্রশ্ন "আপনি কি ধার্মিক?" - এর জবাবে "না" বলেছে শতকরা পঁয়ষট্টি জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন