১৯৯৮ সালের কথা সেটা। স্প্যানিশ ইনকুইজিশন-এর যুগে ক্যাথলিক চার্চের কীর্তিকে ব্যঙ্গ করে বানানো একটি কার্টুন ছবি তখন একবারই মাত্র প্রচারিত হয়েছিল। নিশ্চয়ই চার্চের হাউকাউয়ের কারণে সেটির পরবর্তী প্রচার ও ভিডিও আকারে প্রকাশ রোধ করা হয়। কিন্তু কেউ না কেউ সেটি রেকর্ড করে রেখেছিল এবং তাদেরই একজনের কল্যাণে এখন তা লভ্য ইউটিউবে।
হাস্যরসের মাধ্যমে ক্যাথলিক চার্চের মর্মান্তিক বর্বরতার কথা তুলে ধরা হয়েছে প্রচলিত টিভি-শোর আদলে নির্মিত সাত মিনিটের কার্টুন ছবিতে। ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন