আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ৪ এপ্রিল, ২০১১

মস্তকাবরণ বাতিকগ্রস্ত ধর্মগুলো


প্রায় সব ধর্মেরই কেন জানি মস্তকাবরণ-বাতিকগ্রস্ততা আছে। অবস্থাদৃষ্টে মনে হয়, বিচিত্র আকারের ও উৎকট ধরনের টুপি-পাগড়ি-হ্যাট ছাড়া ধর্মানুসরণ সম্ভব নয়। 

কেন এ প্রসঙ্গের অবতারণা, সে কথায় আসছি একটু পরে। তার আগে একটি কার্টুন ও একটি পোস্টার দেখে নেয়া যাক। 



একটা খবর পড়লাম। 

ভারতের মোহালিতে এক পুলিশ জোর করে এক শিখের পাগড়ি খুলে ফেলায় সারা বিশ্বের শিখ সম্প্রদায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

জোর করে খুলে ফেলাটা সমর্থন করা যায় না, সেটা সত্য। তবে ধর্মীয় টুপি-পাগড়ি-হ্যাটের মাজেজা কী, সেটা কখনওই বুঝতে পারিনি। সেটা খুললে কি ধর্মও খসে পড়ে? 

আর শিখদের পাগড়ি-প্রীতি তো রীতিমতো হাস্যোদ্রেককারী। ধর্মপ্রাণ শিখ কখনও চুল কাটে না, এবং মাথার চুল অন্যদের দেখানো নিষিদ্ধ বলেই মনে হয়। আর তাই হরভজন সিং শীত-গ্রীষ্ম-বর্ষায় পাগড়ি পরেই খেলতে নামেন। 

শিখদের এই পাগড়ি যে কতো উদ্ভট ও কিম্ভুত হতে পারে, তা এই লিংকে গিয়ে দেখে আসুন। 

কথা যখন উঠলোই শিখদের নিয়ে, তখন তাদের ড্রেস কোড সম্পর্কেও ধারণা নেয়া যাক। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন