পৃথিবীতে ধর্মবিশ্বাসীরা নিরঙ্কুশ সংখ্যাগুরু। সর্বক্ষমতাবান হাজার-হাজার ভগবানেশ্বরাল্লাহও তাদের দলে। বিশ্বাসীদের দোয়া-মোনাজাত-প্রার্থনাও তারা হরদম মঞ্জুর করে থাকেন শোনা যায়।
কিন্তু এর পরেও পৃথিবীর সার্বিক দুরবস্থার জন্য আমাদেরকে অর্থাৎ নির্ধার্মিকদেরকে দায়ী করা হয় কোন যুক্তিতে (অবশ্য ধর্মবিশ্বাসীদের কাছে যুক্তি আশা করাটাও বাড়াবাড়ি, সেটাও মানি)? একে আমরা সংখ্যালঘু, তার ওপরে ঈশ্বরসহায়হীন, দোয়া-প্রার্থনায় বিন্দুমাত্র আস্থা নেই...। তবু আমাদের প্রভাব এতো সর্বব্যাপী? নাকি তাদের কথিত সর্বশক্তিমানেরা নির্বীর্য?
ফ্লোরিডার লাইভ ঔক শহরের মেয়র ঈস্টারের প্রাক্কালে দাবি করলেন, নাস্তিকেরা না থাকলে পৃথিবী স্বর্গে পরিণত হতো।
তবে এটা, মনে হয়, হতো, খ্রিষ্টীয় স্বর্গ। মুসলিমদের পুলকিত হবার কিছু নেই
তবে এটা, মনে হয়, হতো, খ্রিষ্টীয় স্বর্গ। মুসলিমদের পুলকিত হবার কিছু নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন