উর্বর এবং ধূর্ত মানবমস্তিষ্ক যুগে যুগে কতো বিচিত্র ভগবানেশ্বরাল্লাহর জন্ম দিয়েছে! এ বিশাল তালিকার বিশেষ কোনও একটিকে কেন বিশ্বাস করতে হবে, কেন তার পূজা করতে হবে, কেন তার করুণা প্রার্থনা করতে হবে, সে কথা কোনও নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী কেউ সরল, বোধগম্য ও গ্রহণযোগ্য যুক্তি দিয়ে বোঝাতে পারবে?
গুচ্ছের ভগবানেশ্বরাল্লার তালিকা পাওয়া যায় উইকি ছাড়াও আরও অনেক সাইটেই। তবে এই সাইটটিতে খুব চমৎকারভাবে তালিকাটি সাজানো আছে ক্লিকযোগ্য লিংকসহ।
একবার নজর বুলিয়ে আসা যায় উইকির তালিকাতেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন