রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

এখনও সময় আছে, আল্লা-নবীর নাম নাও...


কিছু ধর্মবিশ্বাসীর বেকুবি দেখে স্রেফ অবিশ্বাস্য বলে মনে হয়। মনে হয়, সুস্থবুদ্ধির মানুষ কখনও এভাবে ভাবতে পারে! এই যেমন, আমেরিকায় এক দল খ্রিষ্টানের বদ্ধমূল ধারণা, মাসখানিক পরে অর্থাৎ ২১ মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোন এক আবাল নাকি হিসেব করে বের করে এই তারিখ। এ বিষয়ে গোটা দুয়েক পোস্ট আগে দেয়া হয়েছিল ধর্মকারীতে, তবে 'দ্য ফাইনাল কার্টেন" যখন অনিবার্য এবং আর ক'টা দিনই মাত্র যখন বাকি আমাদের জীবনের, তখন শোনা যাক তাদের মুখেই, কী হতে যাচ্ছে এই দিনে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন