আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

জায়েজ-নাজায়েজ


লিখেছেন আখতারুজ্জামান আজাদ 

: নসিব আমার দরাজ বড়, রহম বুঝি গো ঝরে;
কেবলা হুজুর ধূল ফেলেছেন এই অধমের ঘরে।
কেবলা হুজুর, একটা বিষয় দরকার খুব জানা-
চুরি-করা মুরগি খেতে নেই তো কোনো মানা?

: নাউজুবিল্লাহ্! বলিস কী রে? খোদার নাজাত খোঁজ্,
চুরি-করা মুরগি দিয়ে আমায় দিবি ভোজ!
হারামজাদা-বেকুব-বেদ্বীন, জানিস কী এর ফল?
আর কি কোনো সালুন আছে? জলদি এবার বল্!

- কসুর করুন, কেবলা হুজুর! সালুন নেই আর মোটে;
গরিব আমি, ফকির আমি, রিজিক নাহি জোটে।

: বহুত আচ্ছা,বহুত আচ্ছা! নিলাম নাহয় মেনে,
মুরগিটাকে বধ করেছিস কোত্থেকে তুই এনে?

: পাশের বাড়ির পাটের ক্ষেতে মুরগিটাকে পেয়ে,
খোদার নামে জবাই করে এলাম বাড়ি ধেয়ে।

: ক্ষান্ত হ তুই, ক্ষুধায় আমার জ্বলছে আগুন পেটে;
এই তো দেখি মছলা পেলাম কেতাবখানা ঘেঁটে।
নাদান রে তুই এই ঘটনা বললি না ক্যান্ পাছে?
পাটক্ষেতেরই মুরগি খাওয়া জায়েজ পুরো আছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন