রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

ভূতপূর্ব ও ভূতোত্তর যিশু


পুনরুজ্জীবন লাভের পরে যিশু বিলিয়ার্ড খেলতে যেতেন যদি...


অনেকের মনে থাকতে পারে, আমেরিকার খ্রিষ্টানপন্থী টিভি চ্যানেল ফক্স নিউজের সবচেয়ে "রাফ অ্যান্ড টাফ" উপস্থাপক হিসেবে পরিচিত বিল ও'রেইলি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে পেড়েছিলেন জোয়ার-ভাটার কথা। তাঁর মতে জোয়ার-ভাটা যেহেতু নিখুঁত সময় অনুসারে সংঘটিত হয় এবং তার কোনও ব্যতিক্রম নেই (Tide goes in, tide goes out. Never a miscommunication. You can't explain that.), সেটাই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। 

তাঁর এই কথাকে যে কতোভাবে পচানো হয়েছে! পরে কখনও পোস্ট দেয়া যাবে এই বিষয়ে। এখন দেখা যাক, যিশুর পুনরুজ্জীবন লাভের ঘটনা সম্পর্কে বিল ও'রেইলি কী বলতে পারতেন: 


খ্রিষ্টানদের ঘোর বিশ্বাস, যিশু আবার আসবেন এই পৃথিবীতে। তা সত্যি হলে কী করণীয় হবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন