শনিবার, ১৬ এপ্রিল, ২০১১

ওয়েটার! আমার স্যুপে আল্লাহ!


ক'দিন আগেই নুডলাল্লাহ নামের পোস্টে একটি ছবি দিয়েছিলাম। কিন্তু সেটি যে মুসলিমরা আল্লাহর ঘটানো অলৌকিক ঘটনা বলে বিশ্বাস করে, তা বুঝতে পারিনি নিচের ছবিটি দেখার আগে! 


এদিকে স্কটল্যান্ডে বসবাসরত এক মুসলিম মহিলা আল্লাহর নাম খোদাই করা অবস্থায় পেয়েছে আলুর ভেতরে (আল্লাহরও আলুর দোষ আছে, দেখা যাচ্ছে)। নিজের নাম ঢুকিয়ে একটি আলুকে ভক্ষণের অনুপযোগী করার মাধ্যমে কী কুদরতি দেখাতে চায় আল্লাহ, তা একেবারেই বোধগম্য নয়। 



আরেক ব্রিটিশ মুসলিম বান্দা আল্লাহর দেখা পেয়েছে ডিমের ওপরে। 


নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টায় আল্লার কাণ্ডকীর্তি দেইখা কইতে মঞ্চায়: ব্যাটা, তর যদি এতোই ক্ষমতা, চাক্ষুষ প্রমাণ দেখা। বিন লাদেনের মতোন আবাল পর্যন্ত কোন গুহার ভিত্রে বইসা ভিডিও পাঠাইয়া তার অস্তিত্বের প্রমাণ দেয়! আর তুই হালায় সর্বক্ষমতাবান হইয়াও দেখা দিস নুডলসে, আলুতে, ডিমে! তর লজ্জা করে না? তর দুরবস্থা দেইখা তো আমিই বেগুনি হইয়া গেলাম লজ্জায়! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন