বেহেশতে মানুষ বাস করবে অনন্ত কাল ধরে, এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছে কোরানে। কিন্তু হুরসঙ্গম, গেলমান-সাহচর্য, আকণ্ঠ মদ্যপান, মধুর নহরে সন্তরণ - এসব ছাড়া আর কী কী করার আছে, সেখানে? অনন্তকাল ধরে এসব করতে করতে অভ্যস্ত হয়ে যাবে সবাই এবং য়্যু উইল গেট ফাকিং বোরড!
CultOfDusty আমার খুব পছন্দের ইউটিউবার-নাস্তিকদের একজন। হড়বড় করে কথা বলেন, ধর্ম প্রসঙ্গে সব সময় উত্তেজিত থাকেন, কিন্তু যুক্তিচ্যুত হন না কখনও। তিনি বলছেন খ্রিষ্টীয় স্বর্গ প্রসঙ্গে। যথারীতি অনবদ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন