মানুষের চিন্তা এতো অযৌক্তিক হয় কীভাবে! কীভাবে কোনও দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি বলতে পারে, ভগবানেশ্বরাল্লাহ তার প্রাণ রক্ষা করেছে। এই কথার অন্য অর্থ কি এটাও নয় যে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জীবন কেড়ে নিয়েছে সেই ভগবানেশ্বরাল্লাহই?
ঘটনা ১.
আগুনের কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া এক লোক জোর গলায় দাবি করছে, এক দেবদূত তাকে নিজ হাতে আগুনের ভেতর থেকে তুলে নিয়েছে বলেই সে এখনও বেঁচে আছে।
ঘটনা ২.
এক দম্পতি দাবি করছে, তাদের কন্যা মৃত্যুর আগে দেবদূতের দেখা পেয়েছে।
এখন কইঞ্চেন দেহি, আম্রিকান কোন টিভি চ্যানেলে এই আবাইলা খবরগুলান প্রচার করে? হ, ফাকস ফক্স নিউজ। পাঁড় খিষ্টানগো চ্যানেল। মঞ্চাইলে দুইখান ছোট-ছোট ভিডিও দেক্তারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন