আমেরিকার সেই ধর্মোন্মাদ খ্রিষ্টান যাজক কোরান পুড়িয়েই ছেড়েছে। এবং তার উত্তরে ততোধিক ধর্মোন্মাদ মুসলমানেরা আফগানিস্তানে হত্যা করেছে জাতিসংঘের বারোজন সাহায্যকর্মীকে।
এই প্রসঙ্গে স্যাম হ্যারিস তাঁর ব্যক্তিগত ব্লগে তাঁরই পুরনো এক লেখা থেকে একটি অংশ উদ্ধৃত করেছেন, যেখানে টিপিক্যাল মুসলিমমানস একেবারে স্পষ্ট ভাষায় চিত্রিত করা হয়েছে।
সেখান থেকে নেয়া কয়েকটি বাক্যের সরল অনুবাদ পড়ুন।
অবস্থাদৃষ্টে মনে হয়, মুসলমানেরা তাদের ধর্মের নামে ঘটানো বর্বর কাণ্ডগুলোর চেয়ে তাদের ধর্ম-অবমাননা নিয়েই বেশি উদ্বিগ্ন।
... তাদের অবস্থানটা এরকম: ইসলাম শান্তির ধর্ম। তবে তুমি যদি বলো, সেটা সত্যি নয়, আমরা তোমাকে হত্যা করবো।
... ওপরের কথাটির সূক্ষ্ম অর্থ এরকম: ইসলাম শান্তির ধর্ম। তবে তুমি যদি বলো, সেটা সত্যি নয়, তাহলে আমরা, শান্তিকামী মুসলমানেরা, আমাদের চেয়ে কম শান্তিকামী ভাই-বোনদের কৃতকর্মের দায়ভার বহন করবো না। তারা যখন তোমাদের দূতাবাস পোড়াবে, সাংবাদিক অপহরণ করে হত্যা করবে, আমরা দোষ চাপাবো তোমাদের ওপরে তোমাদের "বর্ণবাদ" ও "ইসলামআতঙ্ক"-এর অভিযোগ টেনে।
তাঁর বক্তব্যে কোনও ত্রুটি আছে বলে মনে হয় মোমিন মুসলমান ভাইদের?
* লিংক পাঠিয়েছেন Suirauqa.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন