বুধবার, ২০ এপ্রিল, ২০১১

ধর্মের আশাব্যঞ্জক পতনশীলতা


ব্রিটেনে খ্রিষ্টধর্মানুসারীদের সংখ্যা ভয়াবহ দ্রুতগতিতে পতনশীল। প্রতি সপ্তাহে গড়ে আড়াই হাজার লোক চার্চে যাওয়া বন্ধ করছে। বন্ধ করে দিতে হচ্ছে একের পর এক চার্চ। প্যানিক শুরু হয়ে গেছে ধর্মান্তপ্রাণ খ্রিষ্টানদের ভেতরে। 

এক পাঁড় খ্রিষ্টান মহিলা বিবিসি-র জন্য বানিয়েছে "খ্রিষ্টধর্মের ভবিষ্যৎ আছে কি?" নামের এক ডকুমেন্টারি। গত সতেরো তারিখে প্রচারিত এক ঘণ্টার এই ডকুমেন্টারিটি দেখার সময় বা সুযোগ না থাকলে অন্তত প্রায় ন'মিনিটের একটি অংশ দেখে নেয়া যেতে পারে। এমবেড করছি দুটোই। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন