মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১১

যায় যায় দ্বীন


লিখেছেন আখতারুজ্জামান আজাদ

বেরাদারানে কেরাম শুনুন,
শুনুন দ্বীনের সেনা--
এই ছেলেটা,এই মেয়েটা
কাল করেছে জেনা!
রোজকেয়ামত এসে গেছে,
চিন্তায় আমি কাতর;
এই পাপীদের কতল করুন,
জলদি মারুন পাথর!

ঐ ছেলেটা প্যান্ট পরেছে
টাখনু গিড়ার নিচে;
ঐ মেয়েটার বুক দেখা যায়,
চুল দেখা যায় পিছে!
দিনকাল কী পড়ছে দেখেন?
বাচ্চারা সব সাপের!
প্যান্ট কেটে দেন,চুল কেটে দেন;
খানকি মাগি কাফের!

ঐ বুড়াটা পুরাই বেদ্বীন,
বিচারকাষ্ঠে ঝুলুক;
মূত্রত্যাগের পরে ব্যাটা
নেয়নি ঢিলা কুলুখ!
আজকে দিলাম এই ফতোয়া,
এইটা আমার ইশু--
ঢিলা কুলুখ ঘষবে সবাই,
নিষিদ্ধ হোক টিশু!

এই হারামি তার বিবিকে
দিয়েছে তিন তালাক;
তবু এরা ঘর করছে,
কত্ত বড় চালাক!
ধর্ম গেল,কর্ম গেল
এই পাপীদের নিয়ে;
আপনারা তো সবাই আলেম,
সবই বোঝেন...ইয়ে...।

আমার সহিত ইহার বিবির
হোক আজ হিল্লা বিয়ে...!

সবুজবাগ,ঢাকা
১৯এপ্রিল ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন