কোরানে উল্লেখিত অজস্র ঘৃণা ও অসহিষ্ণুতার আয়াতের কথা মোমিন মুসলমানরা শুনতেই চায় না। চেপে ধরলে চিরাচরিত "আউট অভ কনটেক্সট" নামের অচল যুক্তি কপচায় মিনমিন করে। আরও মজার ব্যাপার হয়, যখন তারা বাজে আয়াতের কাউন্টার হিসেবে ভালো আয়াতের কথা উল্লেখ করে। যেন ভালো আয়াতের উপস্থিতি খারাপ আয়াতগুলোকে নিষ্ক্রিয় ও বাতিল করে দেয়!
আমেরিকার প্রথম মুসলিম (ধর্মান্তরিত) কংগ্রেসম্যানকে বিল মার এ বিষয়ে প্রশ্ন করে একই উত্তর পেলেন। "কোরানের প্রায় প্রতিটি পৃষ্ঠায় অবিশ্বাসীদের ঘৃণা করার নির্দেশ দেয়া হয়েছে মোমিন মুসলমানদেরকে" - স্যাম হ্যারিসের এই বক্তব্য বিল মার উদ্ধৃত করলে মুসলিম কংগ্রেসম্যান সবেগে মাথা দুলিয়ে অস্বীকার করে গেলেন সে কথা।
হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ...! কোরানের ১১৪ সুরায় কমপক্ষে ৫৩৪টি আয়াত আছে, যেগুলোকে অনায়াসে অসহিষ্ণু, ঘৃণাবর্ষী ও মানবতা-পরিপন্থী আখ্যা দেয়া যায়। কোরান সচরাচর কতো পৃষ্ঠার হয়? শ চারেক? তাহলেই দেখুন, প্রায় প্রতি পাতায় এমন আয়াতের উপস্থিতি প্রায় অনিবার্য, নয় কি? স্যাম হ্যারিস একদমই ভুল বলেননি।
এবারে বিল মারের সঙ্গে মুসলিম কংগ্রেসম্যানের কথোপকথন দেখুন ভিডিওতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন