শনিবার, ৭ মে, ২০১১

সম্মান ও সুনাম পুনরুদ্ধারে হত্যার ভূমিকা


ধর্মোৎসারিত অপকর্মগুলোর সুবিশাল তালিকার একটি হচ্ছে অনার কিলিং: পরিবারে কলঙ্ক আনয়নকারী সদস্যকে (প্রায়শই সদস্যা) পরিবারের অন্য সদস্যরা হত্যা করে এবং এর মাধ্যমে পরিবারের সম্মান ও সুনাম পুনরুদ্ধারিত হয়। 

অনার কিলিং-এ ইসলাম ধর্মের প্রায় একচ্ছত্র আধিপত্যে হিন্দুধর্ম হানা দেয় মাঝেমধ্যে। 

পরিবারের আপত্তি উপেক্ষা করে ভিন্ন বর্ণের ছেলেকে বিয়ে করার কারণে আঠারো বছর বয়সের এক মেয়েকে পাথরের আঘাতে হত্যা করে পরে আগুনে পুড়িয়ে ফেলে মেয়েটির মা ও মামারা। 

ওম শান্তি! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন