বোরখা ও নিকাব বিষয়ে মুসলিমদের ভেতরেই মতদ্বৈধতা লক্ষণীয়।
দ্য মুসলিম কাউন্সিল অভ ব্রিটেন বলছে, মুখাবরণ ব্যবহার করা মুসলিম নারীদের জন্য বাধ্যতামূলক। এ বিষয়ে কোনও মতভেদ থাকতে পারে না। আল্লাহ ও তাঁর রসুল যে-নির্দেশ নিয়ে গেছেন, তা চর্চা না করাটা অবশ্যই অপরাধ। আর তাই বোরখা-নিকাববিরোধীরকে ইসলাম প্রত্যাখ্যানের দায়ে অভিযুক্ত করা যায়।
এদিকে মুসলিম এজুকেশনাল সেন্টার অভ অক্সফোর্ড বলছে একেবারেই উল্টো কথা। বোরখা-হিজাব ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আবশ্যক নয় বলে তারা মনে করে। ফ্রান্সের বোরখা নিষেধাজ্ঞা আইনকে তারা বিপুলভাবে প্রশংসা করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন