মঙ্গলবার, ৩১ মে, ২০১১

মিনার-বিধ্বংসী গেম


আরও একটি পলিটিক্যালি ইনকারেক্ট ভিডিও।

ইয়োরোপ জুড়ে যত্রতত্র মুসলিমদের মসজিদ নির্মাণোদ্যাগের শিকার অস্ট্রিয়াও। এর প্রতিবাদেই সে দেশের এক রাজনৈতিক দল একটি অনলাইন গেম চালু করেছিল। গেমটি ছিলো এমন: পর্দাজুড়ে মসজিদের মিনার মাথা চাঁড়া দিয়ে উঠতে শুরু করে একের পর এক, সেগুলোকে ধ্বংস করাই লক্ষ্য। যথাসময়ে তা করতে ব্যর্থ হলে মসজিদটি পোক্ত হয়ে দাঁড়িয়ে যায়, এর পর এক ইমাম বের হয়ে এসে আজান দিতে শুরু করে।

চালু হবার কয়েকদিনের মধ্যেই সাইটটি ব্লক করে দেয়া হয়েছিল মুসলিম ধর্মানুনুভূতি আঘাতপ্রাপ্ত হতে পারে আশঙ্কা করে। সেই গেমটির এক মিনিট দীর্ঘ ভিডিও-ভার্শন দেখুন।

ইউটিউব তা সরিয়ে ফেলতে পারে আশঙ্কায় ডাউনলোড করে রেখে দিয়েছি। দেখা না গেলে আওয়াজ দিন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন