ধর্মান্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে আসছে আলোকিত তরুণেরা। গত মাসেই প্রকাশিত একটি পোস্টে উল্লেখ করা হয়েছিল এক আমেরিকান তরুণীর কথা, যে তার স্কুলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল খোদাই-করা প্রার্থনাবাণীর স্থান স্কুলে নয় দাবি করে।
আজ জানলাম, সৃষ্টিতত্ত্ববাদের (creationism - ধর্মবিশ্বাসকে বিজ্ঞানের মোড়কে উপস্থানের করুণ চেষ্টা) মতো ভুয়া, বিজ্ঞানসংশ্লেষহীন বিষয় স্কুল সিলেবাসে অন্তর্ভুক্তির বিরুদ্ধে করা মামলায় জয়ী হয়েছে এক আমেরিকান তরুণ।
পাঁচ মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন