প্রত্যেক ধর্মবিশ্বাসীই মনে করে, শুধু তার ধর্মটিই একমাত্র সত্য ধর্ম। কিন্তু হাজার-হাজার ধর্মের অনুসারীদের এহেন দাবি যৌক্তিকতারহিত ও ভিত্তিহীন হতে বাধ্য। অবশ্য বিশ্বাসের জন্য ভিত্তির প্রয়োজন তো নেই। একটি নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণই মূলত স্থির করে দেয় সন্তানের বিশ্বাসের ধরন। মুসলিম পরিবারে জন্ম হয় মুসলিমের, হিন্দু পরিবারে হিন্দুর, খ্রিষ্টান পরিবারে খ্রিষ্টান...
ধর্মবিশ্বাসীর সঙ্গে বিতর্ক বস্তুত বৃথা কালক্ষেপণেরই নামান্তর কেন, খুবই চমৎকার এক ভিডিওতে দেখুন, যেটি শেষ হয়েছে এই বাক্য দিয়ে: If your beliefs are true, then you have nothing to fear. If they are not true, then you have everything to gain.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন