কেউ যদি ধর্ম বা ঈশ্বরে বিশ্বাস করে শান্তি পায়, তা নিয়ে আমার সমস্যা কোথায়? কেন আমি ধর্মের পেছনে লাগি?
এমন প্রশ্ন আমি বহুবার শুনেছি এবং আরও শুনবো ইনশাল্লাহ। এর উত্তর একটাই আমার কাছে: ধর্ম কারুর একান্ত ব্যক্তিগত বিশ্বাস হলে (যেমন আমার মায়ের) তা নিয়ে কোনও সমস্যা আমি দেখি না। কিন্তু ধর্ম যখনই আরোপ করার চেষ্টা করা হয়, যখন তা হয়ে ওঠে সাংগঠনিক, সামাজিক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক, তখনই তা ভয়ংকর। অর্থাৎ পরিবারে, সমাজে, রাষ্ট্রে বা বিশ্বে ধর্মের কোনওরকম প্রভাব না থাকলে তা নিয়ে মাথা ঘামানোটা হতো পরম নির্বুদ্ধিতা।
ক্রিস্টোফার হিচেন্স এই কথাটি কী অদ্ভুতভাবে প্রকাশ করলেন! মাত্র দেড় মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন