আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ২৪ মে, ২০১১

বিশ্বাসনির্ভর চিকিৎসা নামের ভড়ং


লিখেছেন Suirauqa 

ধর্মবিশ্বাসী এবং ভক্তিমান/মতি ধার্মিকদের অনেক ব্যাপার-স্যাপারই আমার মত ঘোর নাস্তিকেরা বুঝতে পারে না, সে কথা সর্বজনবিদিত। এদের অটল বিশ্বাসের কাছে যে যুক্তি-বুদ্ধি, শুদ্ধচিন্তা, সব হার মেনে যায়, সেটা আমার অজানা নয় কোনো মতেই। কিন্তু তার মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে অবিশ্বাস্য, এমনকি অচিন্ত্যনীয়, তা হল যে, এদের অন্ধবিশ্বাসের বেড়াজাল ভেঙে এমনকি তাদের নিজেদের সন্তানের শুভচিন্তা তাদের মস্তিষ্কে প্রবেশ করতে পারে না। এর একটি ন্যাক্কারজনক উদাহরণ হল "ফেইথ হীলিং" বা বিশ্বাসনির্ভর চিকিৎসা (চিকিৎসা নয় আসলে, ভড়ং)। এই "চিকিৎসা" পদ্ধতিতে যে কোনো রকম অসুখ-অস্বস্তি-অসুবিধার একমাত্র ওষুধ হল ঈশ্বরের কাছে প্রার্থনা বা "প্রেয়ার" - এছাড়া অন্য কোনো রকম চিকিৎসার মধ্যে যেতে এরা ঘোরতর নারাজ। এদের কথা আমি আগে লিখেছি; আজ আবার কোন এক ফোরামে এদের নিয়ে এক আলোচনার কথা দেখলাম, এবং আবার মনটা খারাপ হয়ে গেল। 

আইডাহো রাজ্যের ক্যানিয়ন কাউন্টি-তে "ফলোয়ার্স অফ ক্রাইস্ট চার্চ" বলে একটা খ্রীষ্টধর্মাবলম্বী গোষ্ঠী আছে। তারা একমাত্র ফেইথ হীলিং-এর অনুসারী এবং তাদের বাচ্চাদের শরীর খারাপ হলে এরা ডাক্তার দেখায় না। এই চার্চের একজন প্রাক্তন সদস্যের তরফ থেকে জানা গেছে, এরা বিশ্বাস করে, বৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতির থেকে ফেইথ হীলিং বেশী কার্যকরী এবং উপযোগী। সদস্যটি চার্চ ছেড়ে বেরিয়ে আসার আগে লক্ষ্য করেছেন যে, বছর বছর শিশুমৃত্যুর হার এদের গোষ্ঠীতে খুবই বেশী, এবং বাচ্চারা মারা যাচ্ছে এমন অনেক অসুখে, যার থেকে চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ ভাবে রোগমুক্তি সম্ভব। এই চার্চ তাদের সদস্যদের চার্চ-নির্দিষ্ট ধ্যানধারণায় আটকে রাখে ভীতিপ্রদর্শনের মাধ্যমে। অতি ছোট বয়স থেকে শিশু সদস্যদের শেখান হয় নরক এবং আগুনের লেক-এর কথা। 

সাম্প্রতিক কালে দু'জন শিশু মারা গেছে, যার কারণ সম্ভবত চিকিৎসাযোগ্য নিউমোনিয়া। আদত কারণ নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি, কারণ এই চার্চের সদস্যদের মৃতদেহের ব্যবচ্ছেদ সাধারণভাবে করা হয় না। 

সবচেয়ে আশ্চর্যের কথা হল, আইডাহো রাজ্যে বাচ্চার শরীর খারাপ হলেও, মা-বাবার পক্ষে ধর্মবিশ্বাসগত কারণে চিকিৎসা প্রত্যাখ্যান করাটা বে-আইনী নয়! ওরেগন রাজ্যেও এই একই আইন চলে, এবং সেখানেও এই চার্চের শাখা এবং সদস্য আছে। কিন্তু কিছুদিন আগে ওরেগন রাজ্যসভায় একানুসারী ভোটের মাধ্যমে নির্দিষ্ট হয়েছে যে, ধর্মের দোহাই দিয়ে শিশুদের চিকিৎসা প্রত্যাখ্যান করাটা অপরাধ বলে গণ্য হবে। আইডাহো-র সাধারণ মানুষেরও একই মত, কিন্তু যতক্ষণ না আইন বদলাচ্ছে, রাজ্যের অফিসিয়ালরা ওই চার্চের সদস্যদের মধ্যে শিশুমৃত্যুর উচ্চ হার ঠেকাতে অপারগ। 

প্রাসঙ্গিক ছোট্ট একটি ভিডিও দেখুন। 


ধর্মপচারকের পক্ষ থেকে দু'টি কার্টুন ও দু'টি কথা: 


নিচের ছবি পূর্ণাকারে দেখতে ছবির ওপরে ক্লিক করুন।


Suirauqa লেখাটি যখন পাঠান, ঠিক তখন কাকতালীয়ভাবে আমি একটি ডকুমেন্টারি দেখছিলাম Miracles for Sale
নামে। ব্রিটিশ জাদুকর, টিভি-উপস্থাপক ডেরেন ব্রাউন-এর উদ্যোগে এক সাধারণ মানুষকে গোপনে প্রশিক্ষণ দিয়ে বিশ্বাস-নির্ভর চিকিৎসক (ফেইথ হীলার) বানিয়ে লেখাপড়া জানা ('শিক্ষিত' বললে শিক্ষার অবমাননা করা হয়) ধর্মগাধাদের চারণক্ষেত্র আমেরিকায় পাঠিয়ে প্রমাণ করে দেখান যে, অভিনয়দক্ষতা থাকলে, সঙ্গে কিঞ্চিৎ ক্যারিশমা ও কিছু কৌশল অনুসরণ করলে ফেইথ হীলার হতে পারে যে কেউ। 

চুয়াত্তর মিনিটের টান-টান ডকুমেন্টারি। 


ডাউনলোড লিংক: 
সাইজ: ৭০০ মেগাবাইট 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন