শনিবার, ৭ মে, ২০১১

ধর্মাতুল কৌতুকিম – ২১


৫৫.
হজ্ব করে আসার পর থেকে মেয়ে দেখলেই হাজি সাহেবের দৃষ্টি অবনত হয়ে আসে - চোখ থেকে বুকে।

৫৬.
গতকাল আমাদের ছবি আঁকার টিচার নীল আর হলুদ রং মিশিয়ে সবুজ রং বানিয়ে ফেললেন। আমরা, ক্যাথলিক স্কুলের ছাত্ররা, নিশ্চিত হয়ে গেলাম, তিনি ডাইনি। তাই আমরা তাকে পুড়িয়ে মেরে ফেললাম। 

৫৭.
– মুসলিম পুরুষ বেহেশতে গেলে নাকি ৭২ টা হুর উপভোগ করতে পারবে? 
– হ্যাঁ, তবে ৭২ টি নয়, আরও অনেক বেশি। হুর নয়, গেলমানের বৃহত্তর সংস্করণ। এবং সে ভোগ করবে না, তাকে ভোগ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন