মুসলিম ভাইদের দেশ সৌদি আরবে প্রতি মাসে দশ হাজার করে গৃহকর্মী নেবে। এদের ভেতরে বেশ বড়ো একটা অংশ হবে, গৃহচারিকারা তা তো সহজেই অনুমেয়। প্রথম আলোয় প্রকাশিত এই খবরের নিচে অনেক উৎফুল্ল মন্তব্যের ভেতরে দু'টি মন্তব্য চোখে পড়লো।
সুমন নামে একজন লিখেছেন: আমি সৌদি আরব থেকে বলছি, ভুল করে ও কোনো মা- বোনেরা যেন গৃহকর্মী ভিসায় সৌদি আরব না আসে । এখানে প্রথম দিনে .. হারাবে।
আরেক বেনামী পাঠকের বক্তব্য: sending house maids to the KSA will be the most dangerous step by the Govt of Bangladesh. Here in the KSA, the house maids are brutally and sexually abused by the family members. Usually the Filipinos and Indonesians work as house maids but they are now leaving the KSA simply because of the torure and sexual harrasment. That is why the KSA now is willing to recruit Bangladeshi house maids.
গুগলে saudi housemaid abuse, saudi housemaid torture বা এই জাতীয় শব্দবন্ধ দিয়ে সার্চ করে অজস্র সংবাদ, ছবি ও ভিডিও পাওয়া সম্ভব। দুটো ডকুমেন্টারি চোখে পড়লো এই দীর্ঘ তালিকায়।
একটিতে বলা হচ্ছে ফিলিপাইন থেকে সৌদিতে গৃহপরিচারিকার কাজ করতে যাওয়া অজস্র মেয়ের একজনের কাহিনী। প্রহার, যৌনঅত্যাচার, প্রাপ্য থেকে বঞ্চনা, হুমকি দিয়ে, জোরজবরদস্তি করে, ভয় দেখিয়ে মুসলমান বানানো... প্রায় প্রত্যেক গৃহপরিচারিকার জীবনে অবিচ্ছেদ্য অংশ।
দ্বিতীয় ডকুমেন্টারিতে বলা হচ্ছে দরিদ্র দেশগুলো থেকে অর্থোপার্জনের জন্য দুবাইয়ে আসা গৃহপরিচারিকাদের জীবনের মর্মান্তিক কাহিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন